Tuesday, April 30, 2024

কেশবপুর উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Advertisement -

কেশবপুর প্রতিনিধিঃ কেশবপুরের আলতাপোল গ্রামে শিল্প পাড়া এলাকায় জীবিকায়ন শিল্প পল্লী হিসেবে প্রতিষ্ঠার জন্য উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের উদ্যোগে ১১ডিসেম্বর দুপুরে আলতাপোল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ চত্তরে কুটির শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাকেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের মহাপরিচালক (গ্রেড-১) সুপ্রিয় কুমার কুন্ডু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লী জীবিকায়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আলমগীর হোসেন আল নেওয়াজ, যশোর জেলা বিআরডিবি’র উপপরিচালক কামরুজ্জামান, খুলনার উপপরিচালক আশরাফুল ইসলাম, পল্লী প্রগতি প্রকল্পের প্রকল্প পরিচালক আলাউদ্দিন সরদার, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক ও পুরুষ ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গৌতম রায়, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, হংশপতি বিশ্বাস, উপ প্রকল্প কর্মকর্তা আজমল হোসেন, সহকারী হিসাব রক্ষক লিটন কুমার ঘোষ প্রমুখ।

আলোচনায় কুটির শিল্পের সঙ্গে জড়িতদের ভেতর থেকে বক্তব্য রাখেন শফিকুল ইসলাম, সাবিনা বেগম, মন্টু মিয়া ও লিপিকা বেগম। তাঁরা বিআরডিবি’র মাধ্যমে কুটির শিল্প বিদেশে রপ্তানির ব্যবস্থা করাসহ স্বল্প মুনাফায় একক ঋণের কথা তুলে ধরেন।

আলোচনা শেষে বিআরডিবি’র মহাপরিচালক সুপ্রিয় কুমার কুন্ডুসহ অতিথিবৃন্দরা এলাকায় তৈরি হওয়া কুটির শিল্প ঘুরে দেখেন।

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত