Monday, April 29, 2024

মেসি ম্যানসিটির বিপক্ষে খেলতে প্রস্তুত : পচেত্তিনো

- Advertisement -

পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো জানিয়ে দিয়েছেন, তার দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসি ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দিয়ে ফিরতে প্রস্তুত। আর্জেন্টাইন এই কোচ আরও মনে করেন, শুরুটা মনমতো না হলেও পিএসজিতে সফলই হবেন তার স্বদেশি এই মহাতারকা।

পিএসজির শেষ দুই ম্যাচে খেলেননি। হাঁটুতে চোটের কারণে মেসিকে নিয়ে শঙ্কা ছিল সিটির বিপক্ষে ‘এ’ গ্রুপের ম্যাচেও। কিন্তু সে শঙ্কা উড়িয়েই দিলেন পচেত্তিনো। বললেন, ‘লিও খুব ভালো আছে। আমি মনে করি, সে আগামীকালকের ম্যাচে স্কোয়াডে থাকবে।’

বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি জমানোর পর থেকে দলটির হয়ে মেসি খেলেছেন মোটে তিন ম্যাচ। চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্লাব ব্রুগার বিপক্ষে ১-১ ড্র, আর দুটো লিগওয়ান ম্যাচে জয় তুলে নিয়েছিল তার দল। তিনি নিজে অবশ্য এখনো গোল করতে কিংবা করাতে পারেননি এখনো।

তবে এ পরিস্থিতি কাটিয়ে যে মেসি এখানেও সফল হবেন, সে বিষয়ে পচেত্তিনোর মনে কোনো সন্দেহই নেই। বললেন, ‘আমরা বিশ্বসেরা খেলোয়াড়কে নিয়ে কথা বলছি। কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে, সে আমাদের মতোই মানুষ। তারও নতুন ক্লাবে মানিয়ে নেওয়ার জন্য সময় চাই। তার পরিবারেরও নতুন সমাজ, নতুন সংস্কৃতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য সময় চাই। অনেক বিষয় আছে, মানুষজনকে কাজ করতে দিন। খেলোয়াড়টাকে মানিয়ে নিতে দিন, তারপরই এখানে ঘরের অনুভূতি পাবে মেসি। সে বার্সেলোনায় ২০ বছর ছিল। এখন সে ঘরটা সেই বার্সেলোনাতে খুঁজে পায়, বিষয়টা স্বাভাবিকই।’

পিএসজি ঘরোয়া টুর্নামেন্টে বরাবরই নিয়মিত সাফল্য পাচ্ছে। সেসব ধরে রাখতে আর যাই হোক, মেসিকে প্রয়োজন নেই দলটির। ফরাসি পরাশক্তিরা সে উদ্দেশ্যে মেসিকে দলে ভেড়ায়ওনি। পিএসজির তাকে দলে ভেড়ানোর পেছনে প্রধানতম কারণ ছিল চ্যাম্পিয়ন্স লিগ। সেটা তার সাহায্যে জিততে পারবে প্যারিসিয়ানরা, আশাবাদ পচেত্তিনোর।

বললেন, ‘সবকিছু এখনো নতুন। সে এসেছে বেশিদিন হয়নি। সে কীভাবে সতীর্থদের চিনবে, সে উদ্দ্যেশ্যে কাজ করে যাচ্ছি আমরা। তবে এটা নিশ্চিত যে সে এখানে সফলই হবে। আমি আশা করব সে ক্লাবের জন্য বড় কিছু জিততে পারবে। সেটাই আমরা আশা করছি।’

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত