Wednesday, May 15, 2024

জমে উঠেছে আইপিএলের প্লে-অফের লড়াই, টেবিলে কে কোথায়?

- Advertisement -

জমে উঠেছে আইপিএলের প্লে-অফে যাওয়ার লড়াই। একমাত্র রাজস্থান রয়্যালস শীর্ষে নিজেদের জায়গা ধরে রেখেছে। কার্যত ধরাছোঁয়ার বাইরে তারা। বাকি সব দলের মধ্যে লড়াই হচ্ছে মূলত প্লে-অফের বাকি তিনটি জায়গা দখলের। সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে পয়েন্ট তালিকায় কলকাতা নাইট রাইডার্সের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চেন্নাই সুপার কিংস।

আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট তাদের। রাজস্থানের নেট রানরেট ০.৬৯৪। আগের ম্যাচে হারলেও দ্বিতীয় স্থান ধরে রেখেছে কেকেআর। ৮ ম্যাচে তাদের পয়েন্ট ১০। এখনও কেকেআরের নেট রানরেট (০.৯৭২) সব থেকে বেশি। হায়দরাবাদকে হারিয়ে তিন নম্বরে উঠে এসেছে চেন্নাই সুপার কিংস। তাদেরও পয়েন্ট ১০। তবে কেকেআরের থেকে এক ম্যাচ বেশি খেলেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। তাদের নেট রানরেট ০.৮১০।
আইপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে রাজস্থান রয়্যালস।

পয়েন্ট তালিকায় চার, পাঁচ ও ছয় নম্বরে থাকা দলগুলোরও পয়েন্ট ১০। অর্থাৎ, ১০ পয়েন্টে রয়েছে পাঁচটি দল। শুধু নেট রান রেট আলাদা রেখেছে তাদের। চার নম্বরে সানরাইজার্স হায়দরাবাদ। তাদের নেট রানরেট ০.০৭৫। পাঁচ নম্বরে রয়েছে লখনৌ সুপার জায়ান্টস। ষষ্ঠ স্থানে দিল্লি ক্যাপিটালস। লখনৌয়ের (০.০৫৯) নেট রানরেট দিল্লির (-০.২৭৬) থেকে বেশি।

সাত নম্বরে রয়েছে গুজরাট টাইটান্স। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ৮। নেট রানরেট -১.১১৩। পরের তিনটি দলের পয়েন্ট ৬। আট নম্বরে পাঞ্জাব কিংস। নবম স্থানে মুম্বাই ইন্ডিয়ান্স। পয়েন্ট তালিকার একেবারে শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। পয়েন্ট সমান হলেও রানরেটে মুম্বাই (-০.২৬১) ও বেঙ্গালুরুর (-০.৪১৫) থেকে এগিয়ে পাঞ্জাব (-০.১৮৭)।

-অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত