Monday, April 29, 2024

মেসিকে ব্যাখ্যা করার জন্য যোগ্য ব্যক্তি আমি না : পিএসজি কোচ

- Advertisement -

লিওনেল মেসি প্যারিস সেইন্ট জার্মেইতে পাড়ি জমিয়েছেন এক মাসের বেশি সময়। কিন্তু এতদিনে খেলেছেন মাত্র একটি ম্যাচ। যোগ দেওয়ার পর দলের সঙ্গে মানিয়ে নেওয়া। এরপর আন্তর্জাতিক বিরতি মিলিয়ে খুব বেশি ম্যাচে মাঠে নামতে পারেননি মেসি। আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ক্লাব বুর্গের বিপক্ষে খেলবে পিএসজি। এই ম্যাচে লিওনেল মেসির খেলার সম্ভাবনা প্রবল। ম্যাচের আগে উয়েফা ডট কমকে সাক্ষাৎকার দিয়েছেন পিএসজি কোচ মাওরোসিও পচেত্তিনো। সেখানে তিনি বলেছেন, মেসিকে দলে ভেড়ানোর প্রত্যাশা ছিল না তারও। লিওনেল মেসিকে ব্যাখ্যা করার মতো ক্ষমতা নেই দাবি করে পচেত্তিনো বলেছেন,  ‘আমি সম্ভবত মেসিকে ব্যাখ্যা করার জন্য সবচেয়ে যোগ্য ব্যক্তি না। অনেক মানুষ আছে যাদের শব্দভাণ্ডার আরও সমৃদ্ধ। মেসিকে তারা আরও ভালো ব্যাখ্যা করতে পারবেন যেটা সে প্রাপ্য।’ ‘আমি কখনো ভাবিনি মেসিকে দলে নেওয়া আমাদের পক্ষে সম্ভব হবে। যখন একটা সুযোগ আসে আর সবকিছু অনেক দ্রুত চলে যায়। আমি এটা অত দ্রুত প্রক্রিয়াধীন করতে পারবো না। যাই হোক, আমাদের অনেক মিল আছে। দুজনেই আর্জেন্টাইন, রোজারিও থেকে এসেছি, দুজনেই নিউ ওয়েলসকে সমর্থন করি। আশা করি দুজন মিলে ক্লাব যা চায়, সেটাই দিতে পারবো।’ পিএসজি কোচ আরও বলেন, ‘মেসি সবসময়ই পৃথিবীর সেরা হিসেবে বিবেচিত হবে। সে আসার পর থেকে খুব দ্রুত মানিয়ে নিয়েছে এবং অনুশীলন করছে। সে নিজের সর্বোচ্চটা পাওয়ার ফিরে পাওয়ার চেষ্টা করছে যেন সর্বোচ্চ পর্যায়ে প্রতিযোগিতা করতে পারে।’

অনলাইন ডেস্ক

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত