Tuesday, May 7, 2024

চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

- Advertisement -

শ্যামল দত্ত (যশোর) চৌগাছা প্রতিনিধিঃ যশোরের চৌগাছায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে জলাশয়ে রুই মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বর পুকুরে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন প্রজাতির ২০ কেজি মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচির শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহ্জাহান সিরাজ। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ড. মুস্তানিছুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রকৌশলী এনামুল হক।উপস্থিত ছিলেন উপজেলা সহকারী মৎস কর্মকর্তা হরিদাস কুমার দেবনাথ, ক্ষেত্রসহকারী মিজানুর রহমান, প্রকল্প বাস্তবায়ন অফিসার ইসতিয়াক আহমেদ,প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান,সুফলভোগীদের মধ্যে মৎস চাষী সুফল কুমার বিশ্বাস ও মৎস্য লীগের সাধারণ সম্পাদক দেবমিত্র প্রমুখ। “বেশী বেশী মাছ চাষ করি- বেকারত্ব দূর করি” প্রতিপাদ্য বিষয় নিয়ে উপজেলার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। ২০২১-২০২২ অর্থ বছরে উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে মৎস্য অধিদপ্তরাধীন রাজস্ব খাতের আওতায় খাস, সরকারি ও প্রাতিষ্ঠানিক জলাশয় এবং বর্ষা প্লাবিত ধানক্ষেত/প্লাবন ভ‚মি সহ বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম শাহ্জাহান সিরাজ জানান, আজ উপজেলা পরিষদ চত্বর পুকুরে মাছের পোনা অবমুক্ত করে কর্মসুচি উদ্বোধন করা হলো, পরবর্তীতে উপজেলার তালিকাভুক্ত প্রতিষ্ঠান ও জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হবে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত