Monday, May 6, 2024

কেশবপুর পৌরসভা নির্বাচনে ৩ পদে ৫৪ প্রার্থীর প্রতীক বরাদ্দ

- Advertisement -

কেশবপুর (যশোর) প্রতিনিধি: আগামী ২৮ ফেব্রুয়ারি কেশবপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রতীক বরাদ্দের মধ্যদিয়ে ৩ পদে ৫৪ প্রার্থী নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে উৎসবমুখর পরিবেশে প্রচারে নেমেছেন। এর মধ্যে মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ জন পুরুষ ও সংরক্ষিত আসনে ১৩ জন নারী প্রার্থী রয়েছেন। শুক্রবার উপজেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রার্থীরা প্রচার-প্রচারণা শুরু করায় পৌর শহরে দেখা দিয়েছে নির্বাচনী আমেজ।
উপজেলা রিটানিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম নৌকা, বিএনপির মনোনীত প্রার্থী আব্দুস সামাদ বিশ্বাস ধানের শীষ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আব্দুল কাদের হাতাপাখা প্রতীক পেয়েছেন। তারা উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের কাছ থেকে প্রতীক পেয়েই নির্বাচনী মাঠে প্রচারে নেমে পড়েছেন।
এদিকে, সাধারণ ওয়ার্ডগুলোর মধ্যে কাউন্সিলর পদে এক নম্বর ওয়ার্ডে আছেন ৩ প্রার্থী। স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত আতিয়ার রহমান উটপাখি, লিটন গাজী টেবিল ল্যা¤প ও সোহেল হাসান পানির বোতল প্রতীক পেয়েছেন। দুই নম্বর ওয়ার্ডে ২ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত হাবিবুর রহমান উটপাখি ও মশিয়ার রহমান পেয়েছেন পানির বোতল। তিন নম্বর ওয়ার্ডে সর্বাধিক ১১ প্রার্থী। ওয়ার্ডটি ক্ষমতাসীন আওয়ামী লীগ উন্মুক্ত করায় দেখা যাবে ভোটের লড়াই। প্রার্থীদের মধ্যে জামাল উদ্দিন ফাইল কেবিনেট, জি এম কবীর উটপাখি, শেখ কামরুজ্জামান পানির বোতল, নাছির উদ্দীন পাঞ্জাবি, মোরশেদ আলী ব্ল্যাক বোর্ড, আব্দুর রাজ্জাক টিউব লাইট, মশিয়ার রহমান ব্রিজ, প্রদীপ চক্রবর্ত্তী ডালিম, শওকত হোসেন ঢেঁড়স, মনিরুজ্জামান টেবিল ল্যা¤প ও আজিবর মোড়ল গাজর প্রতীক নিয়ে লড়বেন। চার নম্বর ওয়ার্ডে ৩ অভিজ্ঞ প্রার্থী নেমেছেন ভোট যুদ্ধে। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত জাহাঙ্গীর আলম পেয়েছেন উটপাখি, আফজাল হোসেন বাবু পানির বোতল ও কুতুব উদ্দিন বিশ্বাস ডালিম প্রতীক। পাঁচ নম্বর ওয়ার্ডে ২ প্রার্থীর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত শহিদুজ্জামান বিশ্বাস উটপাখি ও বিএনপির নবীণ প্রার্থী মেহেদী হাসান পানির বোতল প্রতীক পেয়েছেন। ছয় নম্বর ওয়ার্ডে রয়েছেন ৩ প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত মনোয়ার হোসেন উটপাখি, জাকির হোসেন পানির বোতল ও আনিছুর রহমান পাঞ্জাবি প্রতীক নিয়ে লড়বেন। সাত নম্বর ওয়ার্ডে ৪ প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত কামাল খান পাঞ্জাবি, আক্তারুজ্জামান পানির বোতল, ওয়াজেদ খান ডবলু ডালিম ও মানিক লাল সাহা পেয়েছেন উটপাখি প্রতীক। ৮ নম্বর ওয়ার্ডে লড়বেন ৭ প্রার্থী। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত মফিজুর রহমান খান উটপাখি, আব্দুল হালিম মোড়ল ডালিম, সেলিম খান টেবিল ল্যা¤প, আমিনুল ইসলাম পানির বোতল, খন্দকার মফিজুল ইসলাম ব্রিজ, মিজানুর রহমান পাঞ্জাবি ও আব্দুল গফুর মোড়ল ব্ল্যাক বোর্ড প্রতীক পেয়েছেন। নয় নম্বর ওয়ার্ডে ৩ জন প্রার্থীর মধ্যে এস এম এবাদত সিদ্দিক বিপুল পানির বোতল, আবুল কালাম আজাদ উটপাখি ও আব্দুল বারিক বিশ্বাস ব্রিজ প্রতীক নিয়ে লড়বেন। ক্ষমতাসীন আওয়ামী লীগ এ ওয়ার্ডটি উন্মুক্ত করায় প্রার্থীদের মধ্যে হবে দারুণ প্রতিদ্বন্দ্বীতা।
সংরক্ষিত ৩টি আসনের এক নম্বর ওয়ার্ডে ৪ জন কাউন্সিলর স্ব-স্ব প্রতীক পেয়েই নেমেছেন নির্বাচনী প্রচারণায়। এদের মধ্যে মেহেরুন্নেছা আনারস, খাদিজা খাতুন জবাফুল, মঞ্জুয়ারা বেগম অটোরিক্সা ও রাশিদা খাতুন চশমা প্রতীক পেয়েছেন। দুই নম্বরে রয়েছেন ৪ প্রার্থী। আওয়ামী লীগ সমর্থিত আছমা খাতুন পেয়েছেন আনারস, শাহানা কবির চশমা, আছিয়া খাতুন জবাফুল ও রুপা আইচ টেলিফোন প্রতীক। তিন নম্বরে সর্বাধিক ৫ জন প্রার্থী রয়েছেন। তাদের মনিরা খানম জবাফুল, তহমিনা বেগম বলপেন, আছমা খাতুন চশমা, জাহানারা খানম টেলিফোন ও রিক্তা খাতুন আনারস প্রতীক পেয়েছেন।
উপজেলা নির্বাচন অফিসার বজলুর রশিদ জানান, কেশবপুর পৌরসভার ভোটার সংখ্যা ২০ হাজার ৭২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ১৮৫ জন ও মহিলা ভোটার রয়েছেন ১০ হাজার ৫৪০ জন। পঞ্চম ধাপের এ নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত