Tuesday, May 7, 2024

স্ত্রী অপহরণের অভিযোগে টুরিস্ট পুলিশের এক সদস্যসহ চারজনের নামে মামলা

- Advertisement -

যশোর থেকে এক গৃহবধূকে অপহরণের অভিযোগে টুরিস্ট পুলিশের এক সদস্যসহ চারজনের নামে আদালতে মামলা হয়েছে। অপহৃত গৃহবধূর স্বামী মণিরামপুরের নেহালপুর গ্রামের তরিকুল ইসলাম বুধবার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-২ এ মামলাটি করেছেন। স্ত্রী নাজমা বেগমকে হারিয়ে চার সন্তান নিয়ে আদালতের আশ্রয় নিয়েছেন তিনি। মামলার আসামিরা হলেন, সেন্টমার্টিন দ্বীপের টুরিস্ট পুলিশ সদস্য সরওয়ার, কক্সবাজার সমুদ্র সৈকতের ভাসমান টিউবের ব্যবসায়ী চট্টগ্রামের চকোরিয়া থানার মালোঘাট গ্রামের আব্দুস শুকুরের ছেলে রিয়াজ, ডেকোরেটর ব্যবসায়ী মনির ও রাসেল। পুলিশ সদস্য সরওয়ার আগে কক্সবাজারে কর্মরত ছিলেন। আদালত বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেছেন, গত বছরের ১৬ নভেম্বর স্ত্রী নাজমা বেগম তার চার সন্তানকে নিয়ে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে যান। সেখানে অবস্থানকালে আসামিদের সাথে তাদের পরিচয় হয়। আসামীরা ভিকটিমসহ সন্তানদের বিভিন্ন স্থান ঘুরিয়ে দেখায়।  এ সুবাদে আসামিরা তার মোবাইল ফোন নম্বর নেয়। বাড়িতে ফিরে আসার পর আসামিরা বিভিন্ন সময় নাজমা বেগমের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। বিষয়টি তার স্বামী তরিকুলকে জানালে ফোন রিসিভ করতে নিষেধ করেন। এরমধ্যে গত ১৮ জানুয়ারি সন্ধ্যায় তরিকুল ইসলাম বাড়ির অদূরে চায়ের দোকানে অবস্থান করেন। তখন প্রথম তিন আসামি একটি কালো রংয়ের মাইক্রোবাসে এসে তার স্ত্রীর মুখ চেপে জবরদস্তি করে নিয়ে যায়। আসমিরা তাকে তাদের এলাকায় নিয়ে পানিপথে পাচার করতে পারে বলে সন্দেহ করছেন বাদী। এ ঘটনায় বাদী তরিকুল ইসলাম কক্সবাজারে চারদিন অবস্থান করেও তার স্ত্রীর সন্ধান পাননি।

রাতদিন সংবাদ

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত