Tuesday, April 30, 2024

যশোরে বিএনপির প্রচারণায় সন্ত্রাসী হামলা, গাড়ি ভাংচুর, আহত-২

- Advertisement -

যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী নূর উন নবীর কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।  এ ঘটনায় দুইজন গুরুতর আহত হয়েছেন।এছাড়া নির্বাচনী প্রচারণার বহরে থাকা দুইটি মাইক্রোবাস ভাংচুর করা হয়েছে। এসব অভিযোগ এসে বিএনপি সোমবার দুপুর ১২ টায় প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলণ করেছে। সম্মেলনে নুর উন নবী জানান , নির্বাচনী প্রচারের জন্য সকাল সকাল ১০ টার দিকে তিনি কর্মী সমর্থকদের নিয়ে রুপদিয়া বজারে যান। তারা যখন স্থানীয় একটি হোটেলে নাস্তা করছিলেন, তখন মুখোশ ও হেলমেট পরিহিত অজ্ঞাত সন্ত্রীরা জয় বাংলা শ্লোগান দিয়ে তার কর্মী সমর্থকদের উপর অতর্কিতে হামলা করে। হামলায় কচুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন যুব দলের সহ সভাপতি মশিয়ার রহমান রক্তাক্ত জখম হন।এরপর তারা কচুয়া বাজারে গেলে সেখানেও একই ঘটনা ঘটে। সেখানে আসাদুজ্জামান নামে এক নেতাকে আহত করা হয়। এরপর  পুলিশ প্রহরায় ঘটনাস্থল ত্যাগ করে শহরে ফিরে আসেন  তারা। প্রার্থী নূর উন নবী অভিযোগ করেন, তিনি যাতে নির্বাচনী প্রচারণা চালাতে না পারেন সে জন্যই এই হামলা করা হয়েছে। তিনি চরম নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এ ব্যাপারে তিনি প্রশাসনের নিরপেক্ষ ভুমিকা পালনের আহবান জানান। সংবাদ সম্মেলনে সমাপনী  বক্তব্যে জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগম উপস্থিত সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে সবাইকে পাশে থাকার আহবান জানান। একই সাথে নেতাকর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বিকার করে ভোটের মাঠে থাকার আহবান জানান। এসময় আরো উপস্থিত ছিলেন সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, সদস্য সচিব দেলোয়ার হোসেন খোকন,  সাবেক পৌর মেয়র ও নগর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম মারুফ, আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ, হাজী আনিছুর রহমান মুকুল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী আজম, যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম প্রমুখ।

রাতদিন সংবাদ

 

 

- Advertisement -

আরো পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বশেষ

সর্বাধিক পঠিত