Saturday, December 6, 2025

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের হরতাল ব্যর্থ

সাতক্ষীরা প্রতিনিধি: বিএনপি-জামায়াতের ডাকা হরতালে সাতক্ষীরায় কোনো প্রভাব পড়েনি। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর তৎপরতার কারণে এ হরতাল ব্যর্থ হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) সকাল থেকেই সাতক্ষীরা শহরের জীবনযাত্রা স্বাভাবিক ছিল। জেলার আঞ্চলিক সড়কগুলোতে বিভিন্ন প্রকার যানবাহন চলাচল করেছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ, ডিবি পুলিশ ও অন্য আইনশৃঙ্খলা বাহিনীর টহলের কারণে কোথাও কোনো অপ্রিতীকর ঘটনা ঘটেনি।

স্কুল, কলেজ, অফিস, আদালত, ব্যাংক, বীমা সবই খোলা ছিল।

জেলা বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম মোর্শেদ জানান, হরতাল প্রত্যাখ্যান করে বাস চলাচল অব্যাহত রয়েছে। তারা বলেন, জনবিরোধী এ হরতালে মালিক-শ্রমিকরা কখনো সাড়া দেবে না। মালিক-শ্রমিকরা হরতাল প্রত্যাখ্যান করে বাস-মিনিবাস চলাচল অব্যাহত রেখেছে।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) তারেক ফয়সাল ইবনে আজিজ জানান, পুলিশের কঠোর নজরদারির কারণে জেলার কোনো সড়কে পিকেটিং হয়নি। যে কোনো অনাকাঙ্খিত পরিস্থিতি মোকাবেলায় পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর