যশোরের বাঘারপাড়ায় শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ কর্মসূচি গ্রহণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, যশোর জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপি-জামায়াতের সন্ত্রাস, জঙ্গিবাদ, নৈরাজ্য, অপরাজনীতি ও অব্যাহত দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে। উন্নয়নের ধারা অব্যহত রাখতে আওয়ামীলীগ সরকারের বিকল্প নেই। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী।

শনিবার (২৮ অক্টোবর) বেলা সাড়ে ৩ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শুরুর আগে থেকেই বাঘারপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড ও পৌর এলাকার নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শান্তি সমাবেশে আসতে শুরু করে।মিছিল শুরুর আগেই মহিলা কলেজ মাঠে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিল ছড়িয়ে পড়ে উপজেলা সদরের বিভিন্ন মোড়ে। হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে বাঘারপাড়া চৌরাস্তা এলাকা। সমাবেশে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, দোহাকুলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা আবু মোতালেব তরফদার, ধলগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম রবি, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালেক মাস্টার, নারিকেলবাড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার এমদাদ হোসেন, বন্দবিলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুস সামাদ মন্ডল, বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাঈদ সরদার, পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ফয়সাল আহমেদ মিল্টন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শেখ ইউনুস আলী, বাঘারপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী, যুব মহিলা লীগ নেতা শিউলি রানী, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা সুলতান মাহমুদ, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ভ ইউপি সদস্য শের আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য সাদ্দাম হোসেন টুলু, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেন, ইউপি সদস্য শের আলা, ফিরোজ হাসানসহ স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী বিএনপি জামাতের সমালোচনা করে বলেন,বিএনপি জামেত সারাদেশে নৈরাজ্য ছড়াতে চায়। কিন্তু দেশের জনগণ তা হতে দেবে না। আওয়ামী লীগ সতর্ক পাহারায় রয়েছে। বিএনপি সন্ত্রাসী কর্মকান্ড করে যদি দেশে বিশৃঙ্খলা তৈরির অপচেষ্টা চালায়, তাহলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ তা মোকাবিলা করবে। কোন রকম বিশৃঙ্খলা করলে আওয়ামীলীগের নেতা-কর্মীরা তার দাঁত ভাঙ্গা জবাব দেবে। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত ঐক্যবদ্ধ আওয়ামীলীগ রাজপথ দখল করেই থাকবে।
রাতদিন ডেস্ক/জয়-০৫







