বাঘারপাড়া (যশোর) সংবাদদাতা : যশোরের বাঘারপাড়ার এগারোখান অঞ্চলে গুণীজন ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননাসহ অর্থিক অনুদান দেওয়া হয়েছে।
আজ সন্ধ্যায় বাকড়ী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রয়াত বিদ্যুত বিশ্বাস ও সুদীপ্ত বিশ্বাস মঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করে এগারোখান ডেভেলপমেন্ট ফোরাম (ইডিএফ) নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
সংগঠনটির যুগ পুর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে এলাকার মাধ্যমিক পর্যায়ের ৪৫ মেধাবী শিক্ষার্থীকে (ক্লাস ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী) ক্রেস্ট দেওয়া হয়।
এছাড়া এলাকার শিক্ষা বিস্তারে বিশেষ অবদান রাখায় ৫ গুণী শিক্ষককে (অবসরপ্রাপ্ত শিক্ষক নারায়ন চন্দ্র পাঠক, কিরন চন্দ্র ভৌমিক, নির্মল কান্তি ভৌমিক, অনিল কৃষ্ণ গুপ্ত ও অশ্বিনী কুমার দাস) আজীবন সম্মাননা স্মারক, এসএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়া ২৮ শিক্ষার্থীকে ক্রেস্ট, চলতি শিক্ষাবর্ষে মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এলাকার ৫কৃতি শিক্ষার্থীকে ক্রেস্ট, দুইজন বিসিএস সুপারিশপ্রাপ্তকে (পুলিশ ও শিক্ষা) ক্রেস্ট ও চারুকুঠিরের বিজয়ী শিল্পীদের পুরস্কার দেওয়া হয়েছে।
এদিন একই অনুষ্ঠানে সুধীর- বনোচারী পাঠচক্রের অর্থিক সহায়তায় ৫ অসহায় মেধাবী শিক্ষার্তীকে শিক্ষা বৃত্তি ও অংকন লিমিটেডের পক্ষে ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী অলোক কুমার রায় তিনজন অসহায় রোগীকে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। প্রতিষ্টানটির প্রতিষ্ঠাকালীন সম্পাদক সুব্রত সরকার বাপ্পা জানান, ২০১১ সালে পৃথিবির বিভিন্ন প্রান্তে অবস্থান করা বাকড়ী, দোগাছি, ঘোড়ানাছ, কমলাপুর, বেনাহাটি, বাকলী, মালিয়াট, হাতিয়াড়া, গুয়াখোলা, রঘুরামপুর ও কিসমত বাকড়ী (১১খান) গ্রামের মানুষদের যোগাযোগের মাধ্যম হিসাবে ইডিএফ নামের সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়। এরজন্য ‘এগারোখান ডট কম’ নামের একটি ওয়েবসাইটও চালু করা হয়। এ ওয়েবসাইটের মাধ্যমেই ১১খানের সমস্ত খবর পেতেন প্রবাসী ১১খানের মানুষেরা। দীর্ঘ ১২ বছর পেরিয়ে এখন প্রতি বছর এ অঞ্চলের শিক্ষা, চিকিৎসা ও সাংস্কৃকিত চর্চাসহ বিভিন্ন সামাজিক কাজে অর্থ সহায়তা করে চলেছে। এ অঞ্চলের প্রবাসী, ব্যবসায়ী ও চাকুরীজীবীদের অর্থিক অনুদানে ইডিএফ পরিচালিত হয় বলে জানান এ স্বেচ্ছাসেবক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা ঘনশ্যাম মজুমদার। এসময় উপস্থিত ছিলেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক নিকুঞ্জ বিহারী গোলদার, পিডিবি প্রকৌশলী মিহির সরকার, মৃত্তিকা গবেষক শচীন্দ্র নাথ বিশ্বাস, অংকন লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর প্রকৌশলী অলোক কুমার রায়, মিতা হালদার, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা: সঞ্জয় পাঠক, গাইনি চিকিৎসক সঞ্চিতা অধিকারী মিষ্টি, প্রাণী সম্পদ কর্মকর্তা প্রভাষ গোস্বামী, ইডিএফ সদস্য ওয়ার্লড ফুড কর্মকর্তা মুকুল কান্তি বিশ্বাস, স্বপন অধিকারী, উজ্জ্বল বৈরাগী, বিলাশ সরকার প্রমুখ।







