বাঘারপাড়া (যশোর), ২৩ অক্টোবর ২০২৩: বাঘারপাড়ায় সাংবাদিক সুমন পারভেজের মেঝ চাচা শওকত মোল্যা ইন্তেকাল করেছেন। সোমবার রাত ১টায় তিনি যশোরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন।
শওকত মোল্যা মহিরণ উত্তর পাড়া গ্রামের মৃত্যু গোলাম নবীর ছেলে। তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শওকত মোল্যার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বাঘারপাড়া পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রউফ মোল্যা, সাবেক মেয়র খলিলুর রহমান বিশ্বাস, যুবলীগ নেতা আফজাল হোসেন সঞ্জিব, এনায়েত হোসেন লিটন প্রমুখ।
তারা বলেন, শওকত মোল্যা একজন সৎ ও ধার্মিক মানুষ ছিলেন। তার মৃত্যুতে বাঘারপাড়াবাসী একজন গুণীজনকে হারাল।
সোমবার যোহর বাদ নিজ বাড়িতে শওকত মোল্যার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।







