Saturday, December 6, 2025

যশোরে দুর্গাপূজা দেখতে গিয়ে মটর সাইকেল দুর্ঘটনায় এক যুবক নিহত

জাকির হোসেন, কেশবপুর: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কুয়াদা কামালপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে নুরুন্নবী ২২ অক্টোবর রাত ৯টার দিকে নোয়াপাড়া-চুকনগর ভায়া কলাগাছি সড়কের সুফলাকাটি ব্রীজের রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে মটর সাইকেল দুর্ঘটনায় ঘটনাস্থলে মারা গেছেন। এ ঘটনায় আরেক যুবক বিজয় রায় মারাত্মক আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুন্নবী ও বিজয় রায়সহ কয়েকজন বন্ধু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মোটরসাইকেল নিয়ে বিভিন্ন এলাকায় পুজা দেখতে গিয়েছিলেন। পুজা দেখে বাড়ি ফেরার পথে কেশবপুরের সুফলাকাটি ব্রীজের রেলিংয়ের সাথে ধাক্কা লেগে মটর সাইকেল দুর্ঘটনার শিকার হন। এতে নুরুন্নবী ঘটনাস্থলেই মারা যান। বিজয় রায় মারাত্মক আহত হয়ে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসাধীন রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মফিজুর রহমান বলেন, মটর সাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। অন্যজন আহত হয়েছেন। লাশ ঘটনাস্থলে রয়েছে। পুলিশ সেখানে রওয়ানা দিয়েছে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত নুরুন্নবীর পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর