Saturday, December 6, 2025

বাঘারপাড়ায় বিপুল ফারাজীর পক্ষে শেখ রাসেল’র জন্মদিন উদযাপন

বাঘারপাড়া (যশোর) অফিস: যশোরের বাঘারপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উদযাপিত হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) যশোর -৪ আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার বিপুল ফারাজীর পক্ষে দিনটি পালন করা হয়। এদিন সকাল সাড়ে ১১ টায় উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে এ সংক্রান্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,বাঘারপাড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, সাবেক ত্রান ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ইউনুস আলী, ওয়ার্ড আভয়ামীলীগ নেতা ও সাবেক ইউপি সদস্য ইকবাল হোসেন, উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য শের আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বায়জিদ হোসেনসহ উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কেক কেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল-এর ৬০তম জন্মদিন উদযাপন করা হয়। এর আগে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেন করা হয় ও একটি বর্ণাঢ্য র্যালী বের হয়।

রাতদিন ডেস্ক/জয়-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর