Friday, December 5, 2025

দায়িত্ব গ্রহণ করলেন খুলনার মেয়র ও কাউন্সিলররা

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক, সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ডের ৪১ কাউন্সিলর বুধবার (১১ অক্টোবর) দায়িত্ব গ্রহণ করেছেন। আজ বেলা ১১টায় নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে তাদের দায়িত্ব গ্রহণের অনুষ্ঠান আয়োজন করা হয়।

এবার মেয়র ও কাউন্সিলররা অনাড়ম্বরভাবে দায়িত্ব গ্রহণ করেন। অনুষ্ঠানে কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেকের জীবনীর ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। ২০ মিনিটের প্রামাণ্য চিত্রে মেয়র, সংরক্ষিত ওয়ার্ড ও সাধারণ ওয়ার্ডের কাউন্সিলরদের পরিচিতি তুলে ধরা হয়। এতে মেয়র তালুকদার আবদুল খালেকের শিক্ষা জীবন, রাজনৈতিক জীবন, দীর্ঘ সফলতার সংক্ষিপ্ত বর্ণনা, মেয়র হিসেবে খুলনা সিটি করপোরেশন ও প্রতিমন্ত্রী, সংসদ সদস্য হিসেবে রামপাল মোংলা এলাকার উন্নয়নের চিত্র তুলে ধরা হয়।

অনুষ্ঠানের শুরুতে মুক্ত আলোচনায় অংশ নেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান, সংবাদ কর্মী মকবুল হোসেন মিন্টু, অমিয় কান্তি পাল। স্বাগত বক্তৃতা করেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম। এর আগে মেয়র ও কাউন্সিলররা নগর ভবনে এলে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উল্লেখ্য, গত ১১ মে নির্বাচনে অংশগ্রহণ করতে খুলনা সিটি করপোরেশনের মেয়রের পদ থেকে নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক পদত্যাগ করেছিলেন। ১২ জুন সিটি করপোরেশন নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হন। গত ৩ জুলাই সিটি মেয়র শপথ গ্রহণ করেন। সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ ১০ অক্টোবর শেষ হয়।

ডেস্ক রিপোর্ট/জয়-০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর