Saturday, December 6, 2025

ভালুকায় স্বামী কতৃক যৌতুকের দাবীতে নির্যাতনের শিকার গৃহবধু,থানায় অভিযোগ

ভালুকা প্রতিনিধিঃ ভালুকা মডেল থানায় রুনা আক্তার(৪০) স্বামী দেলুয়ার হোসেন সাং মেদুয়ারী, (৫নং)ওয়ার্ড পানিবান্ডা থানা:ভালুকা ,ময়মনসিংহ নামের এক গৃহবধূ স্বামী কতৃক যৌতুক এর শিকার হয়ে অভিযোগ দায়ের করে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে।অভিযোগ সৃত্রে জানা যায় ভুক্তভোগী গৃহবধুর সাথে উপজেলা মেদুয়ারী ইউনিয়ন এর ৫নং ওয়ার্ড (পানিবান্ডা)আজিজুল হকের ছেলে দেলুয়ার হোসেন এর সাথে অপর উপজেলা এিশাল ১২নং আমিরাবাড়ি ইউনিয়নের গুজিয়াম এলাকার নূরুল ইসলামের মেয়ে রুনা আক্তারের বিয়ে হয় প্রায় ১৫ বছর পৃর্বে। বিয়ের পর থেকে গৃহবধুকে যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছে দেলোয়ার।ভুক্তভোগীর স্বামী কয়েক বছর পৃর্বে তাকে না জানিয়ে ২য় বিবাহ করে। বিবাহের পর থেকে তার কোন খোজখবর রাখে না। গৃহবধূর ২টি সন্তান রয়েছে তার মধ্যে মেয়েটি শারিরিক প্রতিবন্ধি।গত কয়েক মাস আগে গৃহবধূ রুনা আক্তারকে বাড়া বাসায় নিয়ে জোর পূবর্ক বিষ খাইয়ে মারার চেষ্টা করে দেলুয়ার পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হসপিটালে পাঠায়।সংসার করার পর দেলুয়ার হোসেনের পরকীয়ার জেরে ভুক্তভুগির শশুড় শাশুড়ীকে দিয়ে অমানবিক নির্যাতন করায় দেলুয়ার হোসেন পুনরায় যৌতুকের দাবীতে শারীরিক ও মানসিক নির্যাতন করে।গৃহবধু জানান ইতিমধ্যে তার কাছ থেকে(৮০০০০০) আট লক্ষ টাকা আদায় করেন।দেলুয়ার,এই বিষয়ে দেলুয়ার হোসেনের সাথে মোটুফোনে কথা বলতে চাইলে পরিচয় পাবার সাথে সাথে ফোন কেটে দেন,ভুক্তভোগী রুনা আক্তার আত্মীয়স্বজনের সহযোগীতায় থানায় অভিযোগ দায়ের করলে অভিযোগক্ত দেলুয়ার হোসেনকে পুলিশ থানায় হাজির করতে ব্যর্থ হয়।রুনা আক্তার দুই সন্তানকে নিয়ে প্রায় ৯মাস যাবত বিচারের আশায় মানুষের দ্বারে দ্বারে গুরছে, কিন্তু সদ্য আওয়ামীলীগে যুক্ত হওয়া দেলুয়ার হোসেনের অদৃশ্য শক্তির কাছে বিচার চেয়েও সু্ষ্ঠ বিচার পাচ্ছেন না তিনি।

রাতদিন ডেস্ক/জয়-০১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর