দৈনিক লোকসমাজ পত্রিকার ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার বিকেলে এ উপলক্ষে প্রেসক্লাব যশোর মিলনায়তনে শিক্ষার্থীদের নিয়ে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ করে লোকসমাজ কর্তৃপক্ষ।এতে সভাপতিত্ব করেন লোকসমাজের সম্পাদক অধ্যাপক নার্গিস বেগম। প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবির নান্টু। এ সময় আলোচনা করেন দৈনিক নয়াদিগন্তের প্রধান প্রতিবেদক হারুন জামিল, রচনা প্রতিযোগিতার বিচারক প্যানেল প্রধান উপাধ্যক্ষ মকবুল হোসেন ও সদস্য সহকারী অধ্যাপক ইবাদত খান। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ল্যাবস্ক্যান মেডিকেল সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান ডাক্তার এমদাদুল হক, লোকসমাজের নির্বাহী সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। ‘যশোর উন্নয়নে তরিকুল ইসলামের অবদান’ ও ‘গণতান্ত্রিক আন্দোলনে তরিকুল ইসলামের ভূমিকা’ শীর্ষক পৃথক দু’টি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। কয়েকশ’ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নেয়। ‘ক’ গ্রুপের প্রথম পুরস্কার ল্যাপটপ জয় করেন পুলেরহাট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তামান্না মৌ। ‘খ’ গ্রুপে ডেস্কটপ জয় করেন যশোর জিলা স্কুলের ছাত্র আব্দুর রহমান আরশ। এছাড়া ‘ক’ গ্রুপে ২য়ও ৩য় হয়েছে বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র আশিক সৌরভ শর্ত ও আজরিন জামান। ‘খ’ গ্রুপে ২য় ও ৩য় স্থান অধিকার করেছে সেক্রেড হার্ট স্কুলের ছাত্র কারিব আবরার খান ও সরকারি এমএম কলেজের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস অনন্যা।
রাতদিন সংবাদ







