Saturday, December 6, 2025

নির্বাচন কমিশন বাতিল সহ অন্যান্য দাবিতে খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ আজ

নির্বাচন কমিশন বাতিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উদ্ধগতিরোধ, সংসদ ভেঙ্গে দিয়ে জাতীয় সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে আজ খুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হবে। রবিবার (৩ সেপ্টেম্বর) নগরীর শিববাড়ি মোড়ে দুপুর ২ টায় এ সমাবেশ শুরু হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমাদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) মাওঃ শোয়াইব হোসেন।

সমাবেশে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান।

সমাবেশ সফল করতে দলমত নির্বিশেষে সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, নগর সহ-সভাপতি মুফতী আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন ও জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব।

এদিকে সমাবেশ সফল করার লক্ষ্যে শনিবার সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার এক প্রস্তুতি সভা জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরানের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিবের পরিচালনায় অনুষ্ঠিত হয়। বিকেলে নগরীর পাওয়ার হাউজ মোড়, কদমতলা, বড়বাজার, ক্লে রোড, হেলাতলার মোড়, পিকচার প্যালেস, ডাকবাংলা, ফেরিঘাট, শিববাড়ি মোড়, নিউমার্কেট, সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড, নিরালার মোড়, ময়লাপোতা, সাত রাস্তার মোড়, রয়্যালের মোড়, শান্তিধাম মোড়, রূপসা ফেরিঘাট সহ বিভিন্ন স্থানে সমাবেশ বাস্তবায়নে প্রচারপত্র বিলি করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, জেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, নগর সহ সভাপতি মুফতি আমানুল্লাহ, শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি শায়খুল ইসলাম বিন হাসান, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, আলহাজ্ব জাহিদুল ইসলাম আবু মোহাম্মদ গালিব, মাওলানা দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, ফেরদৌস গাজী সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মোহাম্মদ রেজাউল করিম, ইসলামী শ্রমিক আন্দোলনের এস এম আবুল কালাম আজাদ, আল আমিন, ইব্রাহিম হোসেন খাঁন, রেজাউল করিম, ইসলামী যুব আন্দোলনের মোঃ ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, মমিনুল ইসলাম নাসিব, ইসলামী ছাত্র আন্দোলনের মোঃ মইন উদ্দিন, আবু রায়হান, আব্দুল্লাহ আল মামুন, মাহাদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব প্রমূখ নেতৃবৃন্দ। ইতিমধ্যে সমাবেশ বাস্তবায়নে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়।

ডেস্ক রিপোর্ট/ জয়_০২

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর