মণিরামপুর পৌরসভা চত্ত্বরে বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।
উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মুরাদুজ্জামান মুরাদের পরিচালনায় শোক সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন তরুন আওয়ামী লীগ নেতা অ্যাড. বশির আহম্মেদ খান, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, পৌর আওয়ামী লীগের সভাপতি আমজাদ হোসেন, সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, তপন বিশ^াস পবন, সাবেক ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, প্রকৌশলী কাজী মাহমুদ পারভেজ শুভ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম রিপন, যুবমহিলা লীগের আহবায়ক তাসরিন সুলতানা শোভা, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আলমগীর হোসেন, আব্দুল আলীম জিন্নাহ, কৃষকলীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম, পৌর কাউন্সিলর মোহাম্মদ আজিম, সুমন দাস, প্রভাষক মামুন অর রশিদ জুয়েল, আব্দুল জলিল প্রমূখ।
অপরদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও জাকির হোসেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র কাজী মাহমুদুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম,এ্যাসিল্যান্ড আলী হাসান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আলা উদ্দীন প্রমূখ।
এর আগে প্রতিমন্ত্রী বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।
মণিরামপুর প্রতিনিধি







