Saturday, December 6, 2025

মনিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ’র সমাপনী অনুষ্ঠান

মণিরামপুর প্রতিনিধি:”নিরাপদ মাছে ভরবো দেশ,গড়বো স্মার্ট বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে নিয়ে মণিরামপুরে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপনের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রোববার স্থানীয় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা সহকারি কমিশনার ভ’মি (ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার) আলী হাসানের সভাপতিত্বে ও তন্ময় চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নান্নু রেজা, মৎস্য চাষী বিকাশ রায়, আলমগীর হোসেনসহ আরো অনেকে। উপজেলা সিনিয়র মৎস্য অফিসার নান্নু রেজা বলেন, মণিরামপুর উপজেলা দেশের অন্যতম বৃহত্তম উপজেলা। এখানে চাহিদার তুলনায় ৪গুন মৎস্য চাষ হয়ে থাকে। যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশ -বিদেশে রপ্তানী করা হয়।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর