Friday, December 5, 2025

নাভারনে মোটরসাইকেল-বাইসাইকেল সংঘর্ষে সাইকেল চালক নিহত

যশোরের শার্শায় মোটরসাইকেল-বাইসাইকেল মুখোমুখি সংঘর্ষে আইজুল (৪০) নামে এক মিল শ্রমিক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার শ্যামলাগাছী এলাকায়। নিহত আইজুল নাভারণ কলোনি এলাকার আবুল হোসেনের ছেলে। নিহতের ভাই আনিছুর রহমান জানান, আইজুল নাভারণ অটোমিলে শ্রমিকের কাজ করেন। কাজ শেষে সন্ধ্যার পর তিনি সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। এমন সময় ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আইজুল গুরুতর আহত হন।স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রওশন আরা জানান, নিহতের মাথায় আঘাত লেগেছিল। প্রচন্ড রক্তক্ষরণ হচ্ছিল। আহত অবস্থায় ৮টা ১৫ মিনিটে তাকে ভর্তি করা হয়। ৮টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর