Saturday, December 6, 2025

অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধুর মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ অভয়নগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়েশা বেগম (৩৫) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
শনিবার (৬ মে) দুপুর তিনটার সময় উপজেলার বুইকরা শিমুলতলী এলাকায় এ ঘটনা ঘটে। মৃত আয়েশা বেগম ভাজা মুড়ি বিক্রেতা সিদ্দিকুর রহমানের স্ত্রী।
নিহতের স্বামী সিদ্দিকুর রহমান জানান, প্রতিদিনের ন্যায় সিদ্দিকুর রহমান ভ্যানে করে ভাজা মুড়ি ফুসকাসহ অন্যান্য মালামাল নিয়ে বাড়ি থেকে বের হচ্ছিল। এসময় আয়েশা বেগম ভ্যান ঠেলে দিচ্ছেলেন। ওই ভ্যান চারিপাশে লোহার রডদিয়ে ঘেরা ছিল। ভ্যানের ওপর বিদ্যুতের তার ছিড়ে পড়ে বিদ্যুয়ায়িত হয়। সাথে সাথে বিদ্যুায়িত হলে আশংকা জনক অবস্থায় অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাসফিয়া রহমান হিয়া আয়েশা বেগমকে মৃত ঘোষনা করেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (দায়িত্বপ্রাপ্ত) মিলন কুমার মন্ডল জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়েশা বেগম নামে এক গৃহবধু মারা গেছে। এব্যাপারে অপমৃত্যু মামলা হয়েছে।
আর কে-০৫
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর