Saturday, December 6, 2025

অভয়নগরে সিডল্ টেক্সটাইল মিল শ্রমিকের মৃত্যু

বিশেষ প্রতিনিধিঃ যশোরের অভয়নগরে সিডল্ টেক্সটাইল মিল শ্রমিকের দূর্ঘটনাজনিত মৃত্যু হয়েছে। সে উপজেলার ধোপাদী (মোধ্যপাড়া) গ্রামের মোঃ শরিফুল ইসলামের ছেলে আলামিন গাজী (২১)।
এ ঘটনায় অভয়নগর থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, মৃত আলামিন সিডল্ মিলের উৎপাদন বিভাগের ফিনিশার কার্ড হিসাবে কাজ করা কালীন গত ১৮ এপ্রিল’২৩ রাত ১০টার সময় সি শিফটে কাজ করার সময় রাত ১টার সময় মেশিনে জমানো সিলাইভার ছাড়ানোর সময় অসাবধানতাবশত বাম হাত সিলিন্ডারে জড়িয়ে গেলে হাতসহ পিঠ মারাত্মক রক্তাক্ত জখম হয়। উপস্থিত শ্রমিককেরা মিলের মেডিকেলে তারপর দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার পরীক্ষা করে আলামিনকে মৃত ঘোষণা করেন।
নাম না প্রকাশ করার শর্তে কয়েকজন শ্রমিক বলেন, আলামিনসহ অনেক স্বল্প দক্ষ শ্রমিক নিয়োগ দিয়ে কম মজুরি দিয়ে কর্তৃপক্ষ কাজ করানোয় এ ধরনের দুর্ঘটনা ঘটছে। তাই নিজেদের অপকর্ম ঢাকতে আলামিনের পিতাকে দিয়ে সাধারণ অপমৃত্যু মামলা দায়ের করিয়েছে।
আলামিন পিতা শরিফুল ইসলাম বলেন, ছেলের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের বারান্দায় ফেলে রাখা হয়েছে।
অভয়নগর থানার ডিউটি অফিসার বলেন, যেহেতু বিষয়টি শিল্প পুলিশের আওতায় তাই তাদের মাধ্যমে ময়নাতদন্তের ব্যবস্থা করা হবে।
যশোর শিল্প পুলিশের অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, নিহতের পরিবারের ময়নাতদন্তে অনিচ্ছুক থাকায় মিল ও প্রশাসন কর্তৃপক্ষের মধ্যে আলোচনা স্বাপেক্ষে দাফন-কাফনের ব্যবস্থা করা হবে।
আর কে-০২
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর