Saturday, December 6, 2025

সাংবাদিকের ছেলে মুশফিকুর রহমান ভবিষ্যতে চিকিৎসক হয়ে সেবা করতে চায়

প্রেসক্লাব যশোরের সদস্য, দৈনিক প্রবাহ পত্রিকার যশোর ব্যুরো প্রধান, দৈনিক সত্যপাঠ পত্রিকার বিশেষ প্রতিনিধি মোঃ মোকাদ্দেছুর রহমান রকি ও যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সিনিয়র ষ্টাফ নার্স তাসলিমা পারভীনের জ্যৈষ্ঠ পুত্র মুশফিকুর রহমান ভবিষ্যতে চিকিৎসক হয়ে দেশের মানুষের সেবা করতে চায়।
সে এ বছর এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে জিপিএ – ৫ পেয়েছেন। মুশফিকুর রহমান যশোর সরকারি সিটি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। সে সকলের দোয়া প্রার্থী এবং তার এ ফলাফলের জন্য মা বাবা ও প্রাইভেট শিক্ষকদের কাছে চিরকৃতজ্ঞ।
মুশফিকুর রহমান এর আগে ২০২০ সালে ও ২০১৭ সালে যশোর জিলা স্কুল থেকে যথাক্রমে এসএসসি, জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং ২০১৪ সালে উপশহর প্রি-ক্যাডেট স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সাথে জিপিএ-৫ পেয়ে তার সাফল্য ধরে রেখেছেন।
রাতদিন সংবাদ/আর কে-০৯
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর