দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার ও প্রেসক্লাব যশোরের সহ সভাপতি নূর ইসলাম ও কলেজ শিক্ষক আইরিন আক্তার দম্পত্তির বড় মেয়ে তাসনিম ইসলাম রোজা এ বছরের এইচএসসি পরীক্ষায় যশোর বোর্ড থেকে জিপিএ ৫ পেয়েছেন।
রোজা যশোর সরকারী মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিলেন। তিনি ভবিষ্যতে চিকিৎসক হতে চান। এক প্রতিক্রিয়ায় রোজা বলেন, এই ভালো ফলাফলের জন্য সর্ব প্রথম সৃষ্টিকর্তার প্রতি শোকরিয়া আদায় করছি। তারপর কলেজের শিক্ষক ও পিতা মাতার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
এছাড়া গৃহ শিক্ষকসহ দাদা দাদি ও পাড়া প্রতিবেশী এবং সহপাঠীদের আন্তরিক দোয়া ও সহযোগিতার কারনেই এই ভালো ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে বলে আমি বিশ্বাস করি।
রোজা বলেন, ভবিষ্যতে আমি ডাক্তার হয়ে সমাজের অসহায় দরিদ্র মানুষের স্বাস্থ্য সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে চাই।
রাতদিন সংবাদ/আর কে-০৮







