নিজস্ব প্রতিবেদক, চৌগাছাঃ লেখাপড়ায় উদ্বুদ্ধ করতে চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের নবাগত শিক্ষার্থীদের পরিচিতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে চৌগাছা তরিকুল ইসলাম পৌর কলেজের হল রুমে নবাগত শিক্ষার্থীদের সাথে আলোচনা ও শুভেচ্ছা বিনিময় করেন প্রতিষ্ঠানের শিক্ষকগণ। অনুষ্ঠানে কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও তরিকুল ইসলাম পৌর কলেজের অধ্যাক্ষ মনজুরুল আলম লিটু শিক্ষার্থীদের সাথে মুক্ত আলোচনা করেন।
এ সময় তিনি বলেন, নিজেদের স্বপ্ন পূরণে তোমাদের কঠোর পরিশ্রম করতে হবে। অতীতে ভালো রেজাল্ট করতে পারোনি মানে এই নয় তুমি হেরে গেছো, চেষ্টা করলে তুমি সফল হবেই। তোমরা সকলে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে। তোমাদের সৎ শিক্ষিত মানুষ হতে আমাদের শিক্ষকমন্ডলীর সর্বোচ্চ চেষ্টা থাকবে।
এসময় অনুষ্ঠানে আলোচনা করেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক জুয়েল রানা, অর্থনীতি বিভাগের প্রভাষক নার্গিস বানু, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক শ্যামল কুমার এবং সাচিবিক বিদ্যা ও অফিস ব্যাবস্থাপনা বিজ্ঞান বিভাগের প্রভাষক প্রদীপ কুমার ঘোষ প্রমুখ।
অনুষ্ঠানে প্রভাষক হাছিবুল ইসলাম, আলীকদর পিয়াস, আলা উদ্দীন, রাম প্রসাদ কুন্ডু, রোকন উদ্দীন, আমিরুল ইসলাম, এনামুল কবির, নাজমুন নাহার, নাজমুল কবির, ইউনুস আলী, গোলাম মোস্তফা, আশরাফ আলী, সুবোধ কুমার ঘোষ, মুস্তাকিমসহ একাদশ শ্রেণীর শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
আর কে-১১







