Saturday, December 6, 2025

অভয়নগরে দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ

‘আর নয় ঝরে পড়া, আনন্দ স্কুলে লেখাপড়া’-এ শ্লোগান নিয়ে শিশু শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। আজ যশোরের অভয়নগরে শিশু শিক্ষার্থীদের মাঝে নতুন বই, খাতা, কলম, ব্যাগসহ শিক্ষা সামগ্রি বিতরণ করা হয়। উপজেলার তালতলায় দলিত সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে এসব শিক্ষা উপকরণ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ কমিটির অন্যতম নেতা এবং যশোর জেলা আওয়ামীলীগের সদস্য, আবু কাজেম ফাউন্ডেশনের সভাপতি এবং উদীচী অভয়নগর শাখার উপদেষ্টা ইঞ্জিনিয়ার আরশাদ পারভেজ ।

অনুষ্ঠানে অভয়নগর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও অ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সাধারণ সম্পাদক সুনীল কুমার দাস সভাপতিত্ব করেন।
উপকরণ বিতরণী অনুষ্ঠান শেষে অভিভাবক , শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোলামেলা কথা বলেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমুলক পদক্ষেপ তুলে ধরেন এবং শিক্ষার প্রসার ঘটাতে সব ধরণের সহযোগিতার আশ্বাস দেন আরশাদ পারভেজ।
রাতদিন সংবাদ

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর