বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুল সংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠি নিয়ে ধীরে ধীরে অস্বস্তি বাড়ছে। সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পের ভেতর সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। ছোটবড় নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যাচ্ছে গোষ্ঠিটি। এদিকে তাদের অবস্থানের কারণে পরিবেশগত ক্ষতির ব্যাপারটা তো আছেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বুধবার বিষয়টা বিশ্বনেতাদের স্মরণ করিয়ে দেন।এ দিন সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ‘মিডনাইট সারভাইভাল ডেডলাইন ফর দ্য ক্লাইমেট’ শীর্ষক এক আন্তর্জাতিক সভা। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে ‘জলবায়ু ক্ষতিগ্রস্ত ফোরামে’র (সিভিএফ) উদ্যোগে এই সভার আয়োজন, শেখ হাসিনা তার বর্তমান চেয়ারম্যান।প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনসংখ্যা বৃদ্ধির কারণে নানাভাবে পরিবেশের ক্ষতি হচ্ছে। এর মধ্যে আমাদের দেশে বাড়তি চাপ তৈরি হয়ে আছে রোহিঙ্গা জনগোষ্ঠির জন্য। তাই দ্রুততম সময়ের মধ্যে রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উদ্যোগী হতে হবে।
অনলাইন ডেস্ক







