Friday, December 5, 2025

চীনা নাগরিককে কুপিয়ে হত্যা,চার শ্রমিক গ্রেপ্তার

পিরোজপুরের বেকুটিয়ায় নির্মাণাধীন বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর কাজে নিয়োজিত লাওফান (৫৮) নামের এক চীনা নাগরিককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে পুলিশ চার শ্রমিককে গ্রেপ্তার করেছে। বুধবার সন্ধ্যা ৭টার দিকে সেতুর প্রকল্প এলাকায় এ ঘটনা ঘটে।চীনা নাগরিক লাওফান সেখানে শ্রমিকদের প্রধান ছিলেন বলে জানা গেছে।পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) সোবাহান বলেন, ‘আজ সন্ধ্যা ৭টার দিকে ওই সেতুর নির্মাণকাজে নিয়োজিত বাংলাদেশি শ্রমিকদের সঙ্গে চীনা শ্রমিক সর্দার লাওফানের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাংলাদেশি শ্রমিকরা তাঁকে মারধর ও কুপিয়ে আহত করে।গুরুতর আহত অবস্থায় লাওফানকে জেলা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় কিছু পরই তাঁর মৃত্যু হয় বলে জানান পরিদর্শক।পিরোজপুর জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. নিজাম উদ্দিন বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লাওফানকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। আনার ১০ মিনিটের মধ্যেই তাঁর মৃত্যু হয়।

অনলাইন ডেস্ক

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর