Friday, December 5, 2025

আর্জেন্টিনার খেলাকে কেন্দ্র করে মারামারি “ধাওয়া পাল্টা ধাওয়া” 

কাঠালিয়া প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়ায় উপজেলায় মোড়ে  সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডে   আর্জেন্টিনা -সৌদি আরব খেলা কে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া ও মারামারির ঘটনা ঘটেছে।  মঙ্গলবার সন্ধ্যা  ৬.২০ মিঃ সময়  কাঠালিয়া উপজেলা পরিষোদ মোড়ে  এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সৌদি আরব আর্জেন্টিনাকে দুই গোলে পরাজিত করায় স্থানীয় নাসির উদ্দিনের ছেলে নাদিম  একই এলাকার কামালের উদ্দিনের ছেলে  সবুজকে কটুক্তি করে।  
যা সবুজ মেনে নিতে না পারে , নাদিম কে  চরথাপ্পর মারা শুরু করে।  এক পর্যায় তারা দুটি ভাগে বিভক্ত হয়ে  ধাওয়া পাল্টা দাওয়া  হয়।  
পরবর্তিতে নাদিম গ্রুপের লোক জন উপজেলার খাস পুকুর এলাকায় জড় হয়। এরপর  ধারালো দেশীয়  অস্ত্র নিয়ে দু’পক্ষের  মধ্যে সংঘর্ষ হয়।  এতে দু’জন আহত হন। ঘটনা শুনে কাঠালিয়া থানার এস, আই সেলিম রেজা  ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।  
এ বিষয়ে এস আই সেলিম রেজা বলেন , অভিযোগ পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিল। পরিস্থিতি এখন স্বাধাবিক। এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়ে মামলা হিসেবে রেকর্ড করা হবে। 
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর