Saturday, December 6, 2025

ঝিনাইদহে পুর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলা: আহত ৩

মোঃ হাবিব ওসমান, ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহে পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের বাড়ীঘরে হামলায় চালিয়ে ভাঙচুর করা হয়েছে। এসময় ৩ জনকে কুপিয়ে যখম করা হয়। মঙ্গলবার রাতে সদর উপজেলার মগরখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মগরখালী গ্রামের কামরুল ইসলামের সাথে একই গ্রামের লাল চান মেম্বরের বিরোধ চলে আসছিল।

মঙ্গলবার বিকেলে মগরখালী গ্রামের কামরুল হোসেনের মা রুশিয়া বেগমের সাথে লাল চান মেম্বরের কাথাকাটাকাটি হয়। এরই জের ধরে রাতে লাল চান মেম্বর লোকজন সাথে নিয়ে তাদের বাড়িতে হামলা চালিয়ে ২ টি বাড়ীঘর, আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে।

এতে বাঁধা দিলে কামরুল ইসলাম ও তার ভাই জাফর আলীসহ ৩ জনকে কুপিয়ে যখম কর ফেলে রেখে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠায়।

আর কে-০৪

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর