তাছিন জামান, মাগুরা প্রতিনিধিঃ মাগুরা জেলা তথ্য অফিসের উদ্যোগে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে শ্রীপুর উপজেলার হরিন্দী আশ্রয়ণে কমিউনিটি ডায়ালগ/ মতবিনিময় সভায় জেলা তথ্য অফিসার মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ জিল্লুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল ইসলাম টোকন, সাংবাদিক আশরাফ হোসেন ও শিক্ষক ফাতেমা খানম।
মতবিনিময় সভায় ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান প্রদান উপলক্ষে অভিভাবকদের অবহিত করা হয়। অনুষ্ঠানে নারী, পুরুষ, কিশোর কিশোরী অংশগ্রহণ করেন।
আর কে-১৯







