স্বামী বাজারে গিয়েছিলো এ সুযোগে স্ত্রী সহ তার আত্বীয় স্বজনমিলে স্বামীর ঘরে থাকা নগদ টাকা, সোনাগহনা ও মুল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়েগেছে এ অভিযোগ এনে যশোর আদালতে মামলা হয়েছে। মামলাটি করেছেন যশোর সদর উপজেলার বড় মেঘলা এলাকার লতিফ মোড়লের ছেলে মনিরুজ্জামান। মামলায় স্ত্রী সহ ৬জনকে আসামি করা হয়েছে। আসামিরা হলেন, যশোর সদর উপজেলার রঘুনাথপুর গ্রামের মনিরুলের মেয়ে, স্ত্রী এলিনা খাতুন, শ্বশুর মনিরুল ইসলাম এবং চাচা শ্বশুর রফিকুল ইসলাম, শাশুড়ি হোসনে আরা , মৃত আতিয়ার রহমনের ছেলে আজহারুল ইসলাম ও দূর্গাপুর গ্রামের মসলেমের ছেলে শাহাজান।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন বিষয়টি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।মামলায় বাদী উল্লেখ করেন, ২০১৮ সালের ২৯ আগস্ট তাদের বিয়ে হয়। বিয়েরপর তার গচ্ছিত টাকা ও সোনা স্ত্রীর কাছে রাখতেন। গত বছরের ২৬ অক্টোবর সকাল ১১ টায় অন্যআসামিরা বাদীর বাড়িতে বেড়াতে আসে। বাদী এসময় বাজারে গেলে স্ত্রী সহ অন্যরা যোগ সাজরে তার ঘরে থাকা নগদ একলাখ টাকা, ৬০ হাজার টাকার গলার চেইন, ৪৫হাজার টাকার হাতের বালা, ত্রিশ হাজার টাকার কানের দুল নিয়ে পালিয়ে যায়। পরে বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে মীমাংশায় ব্যর্থ হয়ে বাদী আদালতের আশ্রয় নেন।
রাতদিন সংবাদ







