Friday, December 5, 2025

আবারও পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজায় উল্টে গেল প্রাইভেট কার, আহত-২

পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোলপ্লাজা এলাকায় এবার নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে গেছে একটি প্রাইভেটকার। দুর্ঘটনায় আহত হয়েছেন গাড়ির যাত্রী তুহিন ও আবু সাইদ।

বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে টোলপ্লাজার অভিমুখে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত দুইজনকে চিকিৎসার জন্য শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের এটিএসআই রেজোয়ানুল জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে গাড়িটি টোল প্লাজার অভিমুখে আসে। দ্রুতগতির গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার মোড়ে ডিভাইডারে ডান চাক্কা ধাক্কা খেয়ে গাড়ি ছিটকে অনেক দূর চলে গিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা দুইজন আহত হয়।

আহতদের পদ্মা সেতু কর্তৃপক্ষের গাড়িতে চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। রেকারের মাধ্যমে দুর্ঘটনা কবলিত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হচ্ছে।

এএন-১

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর