ভ্রাম্যমান প্রতিনিধি-
অভয়নগরে শিশু সন্তান নিয়ে চলন্ত ট্রাকের সামনে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে সাড়ে নয়টায় যশোর-খুলনা মহা সড়কের নওয়াপাড়া বাজরের এলবি টাওয়ারের সমানে। এ সময় তার পায়ে লোহার শিকল ও তালা ঝুলছিল। সাথে ছিল শিশু সন্তান।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ওই নারীটি মহাসড়ক দিয়ে যাওয়া একটি ট্রাকের সামনে ঝাঁপ দেওয়ার চেষ্টা করে। এ সময় আশপাশের লোকজন এসে তাকে ধরে ফেলে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর ৬ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারন সম্পাদক সহ নেতৃবৃন্দ। পরে তারা ওই নারীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে এবং অভয়নগর থানায় খবর দিয়। পরে অভয়নগর থানার এস আই রিয়াজ হাসপাতালে এসে মহিলার সাথে কথা বলে জনতে পারেন, তিনি যশোর মুড়লি মোড়র উকিল শেখের মেয়ে ও বসুন্দিয়ার ইউনুসের স্ত্রী তামান্না। এ বিষয়ে এস আই রিয়াজ বলেন, খবর পেয়ে হাসপাতালে আসি এবং অসুস্থ্য মহিলার সাথে কথা বলে নাম ঠিকানা নিশ্চিত হয়ে তার পরিবারের সাথে যোগাযোগ করি। পরে তার স্বামী অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন এবং স্ত্রী তামান্নার মানসিক অসুস্থ্যতা আছে বলে আমাদের জানান। এবং আমরা তাকে তার স্বামীর জিম্মায় দিয়ে আসি।
এ বিষয়ে তামান্নার স্বামী ইউনূসের কাছে জানতে চাইলে তিনি কথা বলতে রাজি হননি ।







