ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ যশোরের অভয়নগর সুন্দলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫জুন) বিপুল উৎসাহ, উদ্দীপনা এবং প্রশাসনর কঠোর নিরাপত্তার মধ্য দিয় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনী এলাকায় মোট ভাটার সংখ্যা ছিলা ৯৮৯ জন। এবার ওয়ার্ডটিতে ইউপি সদস্য হিসব প্রতিদ্বন্ধিতা করেন ৪জন প্রার্থী এদের মধ্যে আপেল প্রতিক নিয়ে অর্ধেন্দু মল্লিক, ফুটবল প্রতিক তাপস কুমার সরকার, টিউবয়ল প্রতিক ইন্দ্রোজিৎ মল্লিক, মোরগ প্রতিক নিপদ্রনাথ মল্লিক।
৯৮৯ জন ভোটারের মধ্যে ৭৬৫ জন ভোটার ভোট প্রদান করেন এর মধ্যে ৪টি ভোট বাতিল করা হয় এবং ৭৬১টি ভোট বৈধ ঘোষণা করেন প্রিজাইডিং কর্মকর্তা। এবারের নির্বাচনে অংশ গ্রহন করা প্রার্থীদের মধ্যে অর্ধেন্দু মল্লিক আপেল প্রতীকে ২৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফুটবল প্রতিকের তাপস কুমার সরকার পেয়েছেন ২৬৭টি ভোট। এবং ইন্দ্রোজিৎ মল্লিক টিউবয়েল প্রতীকে ২১৩ ভোট পেয়েছেন ও নিপ্রেন্দ্রনাথ মল্লিক মোরগ প্রতীকে ১২ ভোট পেয়েছেন।
আর কে- ০৭







