যশোরের অভয়নগর সুন্দরী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উপ- নির্বাচনের ভোটগ্রহণ চলছে। বুধবার সকাল ৯টা হতে বিকাল ৫ টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ চলবে। বেলা ১২টি পর্যন্ত ৯৮৯টি ভোটের মধ্যে ২২২টি ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে।
উল্লেখ্য, ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে (৩০) সন্ত্রাসীরা গত ১০ জানুয়ারি রাত ৮টায় গুলি করে হত্যা করে। নির্বাচিত জনপ্রতিনিধিকে হত্যার পর ওই ১নং ওয়ার্ডকে শূন্য ঘোষণা করা হয়। শূন্য ঘোষণা করা ওয়ার্ডে অনুষ্ঠিত হচ্ছে উপ-নির্বাচন।উপ-নির্বাচন সম্পর্কে উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার এসএম হাবিবুর রহমান জানান, শূন্য ঘোষিত ওই ওয়ার্ডে একটি কেন্দ্র স্থাপন করে চারটি বুথে সকাল ৯টা থেকে একটানা বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তিনি আরও জানান, উপ-নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম জানান, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হচ্ছে । অভয়নগর থানার ওসি একেএম শামীম হাসান জানান, উপ-নির্বাচনে এই ওয়ার্ডে পর্যাপ্ত পরিমাণ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ উদ্দীন জানান, শূন্য ঘোষিত এই ওয়ার্ডে উপ-নির্বাচন স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা অনুযায়ী সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে।
ভ্রাম্যমাণ প্রতিনিধি
এস-৭







