Saturday, December 6, 2025

যশোরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু

যশোরের অভয়নগরে ট্রেনে কেটে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধার পর। এখনো পর্যন্ত নিহতের পরিচয় পাওয়া যায়নি । এ ঘটনায় খুলনা রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ শহিদুল ইসলাম জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রুপসা আন্তনগর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাচ্ছিলো। ঘটনাস্থলে পৌছালে ট্রেনে কেটে অজ্ঞাত ওই যুবকের মৃত্যু হয়।  পরে রেলওয়ে পুলিশ রাতেই ওই লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। রোববার ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলাম সংস্থার কাছে হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, নিহত ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে ধারনা করা হচ্ছে। এখনো পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি বলে জানান মি. শহিদুল।

রাতদিন সংবাদ

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর