Saturday, December 6, 2025

নওয়াপাড়ায় মোটরসাইকেল দূর্ঘটনায় চালক সহ দুইজন আহত

নিজস্ব প্রতিনিধি:

যশোর খুলনা মহাসড়কের ধোপাদী মোড় সংলগ্ন এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় ভিক্ষুক সহ চালক গুরুতর আহত হয়েছে। শনিবার (১১ জুন) রাত আনুমানিক সাড়ে নয়টায় বিউটি ফার্নিচারের সামনে এ দূর্ঘটনা ঘটে।

আহত মোটরসাইকেল চালক বসুন্দিয়ার ৫নং ওয়ার্ড গাইদগাছি এলাকার মোহাম্মদ আলী’র ছেলে, মেজবাহ (২০) ও অপরজন অজ্ঞাত (৬৫) (ভিক্ষুক)

সরেজমিনে জানা যায়, নওয়াপাড়া থেকে বসুন্দিয়া যাওয়ার পথে মোটরসাইকেল চালক বেপরোয়া ভাবে চালিয়ে যাচ্ছিলেন। এসময় বাইকটি অজ্ঞাত নামা ভিক্ষুককে সজোরে থাক্কা দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খন্দকার মামুনুর রশীদ, তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে।
এ বিষয়ে নওয়াপাড়া হাইওয়ে থানার অফিসার্স ইনচার্জ (ওসি) সিদ্দিকুর রহমান জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এফ জেড এস যশোর ল- ১২২৩৯৯ মটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর