Saturday, December 6, 2025

মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে অভয়নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

অভয়নগর (যশোর) প্রতিনিধিঃ ভারতের বিজেপি সরকারের মুখপাত্র নূপুর শর্মা ও নেতা নবীন কুমার জিন্দাল কর্তৃক প্রিয় নবী হযরত মুহাম্মদ (সঃ) ও তার স্ত্রী হযরত আয়েশা (রঃ) এর নামে কটূক্তির প্রতিবাদে জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের উদ্যোগে অভয়নগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জুন) বাদ আসর নওয়াপাড়া স্টেশন বাজার মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নওয়াপাড়া বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নওয়াপাড়া সরকারি শংকরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে  জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর উপজেলা শাখার সভাপতির মুফতি সারোয়ার হোসাইনের  সভাপতিত্বে ও মুফতি আজীমুদ্দীন এর  সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ অভয়নগর উপজেলা  শাখার সহ-সভাপতি মাওলানা আব্দুল আজিজ, উপদেষ্টা হাফেজ গোলাম মাওলা, উপদেষ্টা মুফতি মাসুম বিল্লাহ, উপদেষ্টা এইচ এম মহসিন শেখ, যুগ্ম সম্পাদক মুফতি আশরাফ সাঈদ কাসেমী, সাংগঠনিক সম্পাদক মুফতি সাইফুল ইসলাম কাসেমী, সদস্য মুফতি ইসমাইল হুসাইন রাহমানী, প্রচার সম্পাদক মাওলানা শাহাদাত হোসাইন, বায়তুলমাল সম্পাদক মোঃ আব্দুল করিম প্রমুখ।

এছাড়াও সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ শফিউল আলম, মাওলানা মুজিবুর রহমান, মুফতি এনামুল হাসান, মুফতি রজিবুল ইসলাম, মুফতি জালাল উদ্দিন,  মুফতি সুপারিশ হোসেন, মাওলানা শামীম হোসাইন, হাফেজ মনিরুজ্জামান, মাওলানা জাকারিয়া, মো ওয়াজেদ আলী বিশ্বাস, মুফতি নাসিরুদ্দিন, মাওলানা আজিমুদ্দিন, মুফতি দেলোয়ার হোসেন, মাওলানা রজব আলী, মুফতি শরিফুল ইসলাম, হাফেজ আশরাফুল ইসলাম, হাফেজ আবু সুফিয়ান বুলবুল, হাফেজ মুজাহিদুল ইসলাম সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আর কে – ০৩

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর