Friday, December 5, 2025

ক্রাইম ডেস্কে শিক্ষানবীশ রিপোর্টার নেবে রাতদিন নিউজ

যশোরের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাতদিন নিউজ ক্রাইম ডেস্কে একজন শিক্ষানবীশ (পুরুষ/ নারী)  রিপোর্টার নেবে । তার অবশ্যই যশোর আদালত , কারাগার ও কোতোয়ালি থানা বিটে কাজ করার মানুসিকতা  হবে।

পদবি: শিক্ষানবীশ রিপোর্টার (ক্রাইম ডেস্ক)
কাজের প্রকৃতি: ডেস্ক জব এবং ফিল্ড জব
শিক্ষাগত যোগ্যতা: আগ্রহী প্রার্থীকে স্বীকৃত যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক পাস হতে হবে। অভিজ্ঞতরার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
অভিজ্ঞতা: ক্রাইম সাংবাদিকতা সম্পর্কে প্রাথমিক ধারণা থাকতে হবে। নিজস্ব এ্যান্ডয়েড মোবাইল ফোন থাকতে হবে ও নিজের মোবাইলে অনলাইনে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।
কর্মস্থল: যশোর। প্রধান কার্যালয়।

বেতন: আলোচনা সাপেক্ষে

আবেদনের নিয়ম:
আগ্রহী প্রার্থীদের আগামী ২৯ মে ২০২২ তারিখের মধ্যে নিম্নে ঠিকানায় জীবনবৃত্তান্ত (সিভি) পাঠাতে হবে।  অথবা
সরাসরি যোগাযোগ করতে পারবেন।

প্রয়োজনেঃ০১৭১২১৫৭৪৩১

রাতদিন নিউজ,

প্রধান কার্যালয়ঃ ১৪০, জেল রোড ঘোপ(জেল খানা গেটের সামনে) যশোর।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর