Saturday, December 6, 2025

মণিরামপুরে ১১ দফা দাবিতে প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষকদের স্মারকলিপি প্রদাণ

শফিয়ার রহমান, মণিরামপুরঃ মণিরামপুরে আবেদনকৃত প্রতিবন্ধী বিদ্যালয়ের স্বীকৃতি, বেতন ভাতা, বিনামূল্যে বই বিতরণ ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের স্বাস্থ্য সম্মত খাবার পরিবেশনসহ ১১ দফা দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধন শেষে মণিরামপুর উপজেলা নিবাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদাণ করা হয়।

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১১টায় মণিরামপুর প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ ও মানবন্ধন কর্মসুচী পালন করেন।

বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় শিক্ষক সমিতির মণিরামপুরে আহবায়ক ও খান টিপু সুলতান প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকান্ত কুমার ঘোষের সভাপতিত্বে উপস্থিত মণিরামপুরের আবেদনকৃত ১৬ টি প্রতিবন্ধী বিদ্যালয়ের ৩ শতাধিক শিক্ষকবৃন্দ। সমিতির যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় সমাবেশে শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন, ২০২০ সালের জানুয়ারিতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সকল নিয়ম মেনে অনলাইন আবেদনের পর এক বছর পর হলেও আজও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। দীর্ঘ ৬ বছর ধরে এসব শিক্ষকেরা মানবেতর জীবনযাপন করছে। অবধি আজও পায়নি কোনো প্রণোদনা।

শিক্ষকরা আরও জানান, ইতিপূর্বে বিভিন্ন জেলা ও উপজেলায় প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবার স্মারকলিপি প্রদাণ করা হয়েছে। এর অংশ হিসেবে মানববন্ধন শেষে মণিরামপুর উপজেনা নির্বাহী কর্মকতা নিকট তারা স্মারকলিপি প্রদাণ করেন। মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা ১৬ প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দা।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর