কুয়াদা (যশোর)প্রতিনিধিঃ যশোরের কুয়াদায় ব্রাক্ষণডাঙ্গা গ্রামে পূর্বশত্রুতার জের ধরে পিতা-পুত্রকে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার ঘটনায় মণিরামপুর থানায় অভিযোগ করা হয়েছে। জামজামি গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে সিরাজুল ইসলাম গত ৩
ডিসেম্বর তিনজনের বিরুদ্ধে এ অভিযোগ দেন। বিবাদীরা হলেন, ব্রাক্ষণডাঙ্গা গ্রামের আজগার আলীর ছেলে রায়হান , মৃত বেলায়েত আলীর মেয়ে শিরিনা খাতুন ও রায়হানের স্ত্রী ইয়াসমিন খাতুন । সিরাজুল অভিযোগে উল্লেখ করেন, বিবাদীদের সাথে তার আগে থেকেই বিরোধ চলে আসছিলো । তারা বিভিন্ন সময় সিরাজুল ইসলামকে খুন-জখমের হুমকি দিতেন। গত ৩ ডিসেম্বর সকালে বিবাদীরা সিরাজুলের বাড়িতে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন সিরাজুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে রায়হান তার ঘর থেকে ধারালো ছুরি এনে সিরাজুলকে আহত করে। সিরাজুল ইসলাম সে সময় ডাকচিৎকার দিলে তার ছেলে রাসেল হোসেন ছুটেেআসে। এসময় রায়হানের হাত থেকে তার বাবাকে রক্ষা করতে গেলে আসামি রায়হান তার হাতে থাকা সেই ধারালো ছুরি দিয়ে রাসেলকে আঘাত করে। এসময় রক্তাক্ত জখম হয়। রাসেলের স্ত্রী উর্মি খাতুন ও সিরাজুল ইসলামের স্ত্রী রমিছা খাতুন এগিয়ে আসলে তাদেরকেউ মারপিট করে। এসময় আহতদের ডাকচিৎকার আশপাশের লোকজন এগিয়ে আসলে তখন রায়হান খুন-জখমের হুমকি দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
কুয়াদায় বাবা ছেলেকে কুপিয়ে জখম

আরো পড়ুন






