Saturday, December 6, 2025

ঝিকরগাছায় স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুলের সংবাদ সম্মেলন

 

আফজাল হোসেন চাঁদ: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে যশোরের ঝিকরগাছা উপজেলার ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শহিদুল ইসলাম আওয়ামীলী‌গের আদ‌র্শের প্র‌তি আস্থা রে‌খে প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন থে‌কে স‌রে দাঁড়া‌নোর ঘোষনা দিয়েছে। একই সা‌থে তি‌নি বাংলাদেশ আওয়ামীলীগের নৌকার মনোনিত প্রার্থী আমির হোসেনকে সমর্থন করে সকল‌কে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।

শনিবার দুপুর ১টায় ঝিকরগাছা প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি চৌধুরী রজমান শরীফ বাদশা, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এ্যাড. আব্দুল কাদের আজাদ, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নাছিমুল হাবিব শিপার, জেলা যুবলীগের সহ সভাপতি আজাহার আলী, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম বাপ্পি, ইনামুল হাবীব জগলু, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, ৬নং ঝিকরগাছা (সদর) ইউনিয়ন আওয়ামীলীগের নৌকার মনোনিত প্রার্থী আমির হোসেন, প্রেসক্লাবের সভাপতি এমামুল হাসান সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ ইমরানুর রশীদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর