যশোরের ঝিকরগাছায় বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশে পিস্তল, সাতটি ককটেল সহ এক সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ সদস্যরা। র্যাব সূত্র জানায়, আটক নুর মোহাম্মদ ঝিকরগাছা উপজেলার আজিমপুর গ্রামের সোবহানের ছেলে। বৃহস্পতিবার শিমুলিয়া ইউনিয়নের আজিমপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মফিজুর রহমানের বাড়িতে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা রাত ৮টা ৫ মিনিটে নুর মোহাম্মদকে
আটক করে। এসময় তার কাছথেকে বিদেশী পিস্তল, সাতটি ককটেল ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। পরে তাকে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়। এঘটনায় অস্ত্র ও বিস্ফোরক আইনে দুইটি মামলা করা হয়েছে।
রাতদিন সংবাদ







