Saturday, December 6, 2025

ঝিকরগাছা শংকরপুরে সাংবাদিক আঃজলিলের চাচা শশুরের ইন্তেকাল

 

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ যশোরের ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন এর ছোটপোদাউলিয়া গ্রামের হাসেম আলী(৬০)গাজী সাংবাদিক আঃজলিলের চাচা শশুর হৃদ ক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
ইং২৪/১০/২১তাং রবিবার রাত ৬ ঘটিকার সময় নিজ বাসায় প্রচন্ড বুকে ব্যাথা অনুভব হলে চিকিৎসার জন্য বাগআঁচড়া নিয়ে যাওয়ার পথিমধ্যে হৃদ ক্রিয়া যন্ত্র বন্ধ হয়ে৭গটিকার সময় তাহার মৃত্যু হয়।
মৃত্যু হাসেম আলি গাজী ঝিকরগাছা উপজেলার ১০নং শংকরপুর ইউনিয়ন এর ছোট পোদাউলিয়া গ্রামের মৃত ছাকা তুল্লা সর্দারের ছেলে ও সাংবাদিক আঃজলিলের চাচা শুশুর।
মৃত্যু কালে তিনি১ছেলে২মেয়ে স্ত্রী পরিবার পরিজন সহ অসংখ্য গুনগ্রহী আত্মীয় স্বজন রেখে গেছেন। তাহার এমন করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
মরহুমের জানাযার নামাজ সোমবার সকাল ১১ঘটিকার সময় ছোটপোদাউলিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয় জানাযা নামাজ শেষে পারিবারিক কবর স্থান ময়দানে তার দাফন কাজ সম্পাদনা করা হয়।জানাযার নামাজ অনুষ্ঠান টি পরিচালনা করেন উলাকোল হাফিজিয়া মাদ্রসার সম্মানিত পরিচালক হাফেজ মাওঃআলহাজ ছাইদুর রহমান।
তার এই শোক সমাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন শংকরপুর ইউনিয়ন বিএনপির সিঃনেতা আঃগনি মিলোন,বিশিষ্ট ব্যাক্তিত্ত অত্র এলাকার সমাজ সেবক আলহাজ্ব মোঃসুরোত আলী(রাসেল),মেম্বার মুজিবুর রহমান, সাংবাদিক আঃজলিল, ডাঃকওছার আলী, মহাসিন আলী।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর