Saturday, December 6, 2025

লোহাগড়া পৌর নির্বাচনে নৌকা প্রতিকে মনোনয়ন পেলেন মশিয়ুর

সৈয়দ নাইমুর রহমান ফিরোজ, নড়াইলঃ নড়াইলের লোহাগড়া পৌরসভার আসন্ন নির্বাচনে নৌকা প্রতিকে মনোনয়ন পেলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান। আজ (৭ অক্টোবর) সন্ধ্যায় মনোনয়ন বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়। মেয়র পদে দলীয় মনোনয়ন চেয়েছিলেন ৯ জন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম ও সদস্য লিপি খানম, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দীন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, সহসভাপতি আশরাফুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এ এম আব্দুল্লাহ ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আকরাম আলী এবং যুবলীগ নেতা মো. মহাসীন উদ্দীন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৯ অক্টোবর, বাছাই ১১ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ অক্টোবর। আগামী ২ নভেম্বর ইভিএমের মাধ্যমে লোহাগড়া পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর