Saturday, December 6, 2025

মধুসূদন দত্তের জন্মভূমি  মধূপল্লী পরিদর্শন করেন প্রতিমন্ত্রী মাহাবুব আলী

মোঃজাকির হোসেন, (যশোর) কেশবপুর: মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি ৩অক্টোবর কেশবপুরের সাগরদাঁড়িতে মধুপল্লী পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মাহাবুব আলী।

তিনি  মধুমঞ্চ, বুড়ো কাঠবাদাম গাছ তলা, বিদায় ঘাট, কপোতাক্ষ নদ সংলগ্ন এলাকাসহ মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থান পরিদর্শন করে অভিভূত হয়েছেন।

এ সময় প্রতিমন্ত্রী মাহাবুব আলীর সাথে ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মোকাম্মেল হোসেন, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জাবেদ আহমেদ, যশোর জেলা পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল হাসান, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন প্রমুখ।

প্রতিমন্ত্রী মাহাবুব আলী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, সাগরদাঁড়ি ও মধুকবির প্রতি পর্যটকদের আরও বেশি আকৃষ্ট করতে পর্যটন কেন্দ্রকে আধুনিকায়নসহ মধুপল্লীর উন্নয়ন করা হবে।

এখানে একটি সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন আছে বলে মনে করি।  শিক্ষামন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মভূমি সাগরদাঁড়িতে সংস্কৃতি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন করা সম্ভব।

 

আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর