কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ কেশবপুরে উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির যৌথ উদ্যোগে ৪অক্টোবর সপ্তাহব্যাপী বিশ্ব শিশু দিবস এবং শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আরাফাত হোসেন।
সপ্তাহব্যাপী শিশুদের চিত্রাংকন, আবৃত্তি, দেশের গান, নৃত্য প্রতিযোগিতা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডুর পরিচালনায় উদ্বোধন অনুষ্ঠানে বক্তৃতা করেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রকল্প কর্মকর্তা জি এম আজমল হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, সহকারী প্রোগ্রামার আব্দুস সামাদ প্রমুখ।
শিশুদের ভেতর বক্তব্য দেন শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ও মাইমুনা খাতুন।







