Saturday, December 6, 2025

কেশবপুরে  ইজিবাইটি চুরি হওয়ায় মালিক আলি হাসান দিশেহারা

কেশবপুর(যশোর)প্রতিনিধিঃ  কেশবপুর উপজেলার সাতাইসকাটি গ্রামের কেসমত মোড়লের ছেলে আলি হাসানের সংসার চালানোর একমাত্র মাধ্যম যাত্রীবাহী ইজিবাইক টি চুরি হয়ে গেছে।
গাড়ীর মালিক  জানান অন্যান্য দিনের মত সারা দিন গাড়ী চালানোর পর ৩০ সেপ্টেম্বর  রাতে বাড়িতে এসে রসত ঘরের সামনে বিদ্যুতের লাইনের সংযোগ লাগিয়ে চার্জে দিয়ে ঘুমিয়ে ছিলাম।
সকালে উঠে দেখি ইজি বাইকটি নেই চুরি হয়ে গেছে।বহুস্থানে খুজেছি কোথাও পায়নি।আলী হাসান জানান সমিতি থেকে লোন নিয়ে গাড়ীটি কিনেছি।লোনের টাকাও এখনো শোধ হয়নি।সংসারের আয়ের একমাত্র সম্বল লোন করে নেয়া ইজিবাইকটি।তিনি জানান ভিটাবাড়ি ছাড়া তার কোন জমি নেই।স্ত্রীও ৮ মাসের অন্তস্বত্তা ।
গাড়ীটি চুরি হওয়ায় তিনি এখন দিশেহারা হয়ে পড়েছে। এব্যাপারে থানায় লিখিত অভিযোগ করেছেন।পাঁজিয়া ইউনিয়নের বিট পুলিশের দায়িত্বে থাকা এস আই তাপস কুমার রায় জানান ইজিবাইক চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি।তদন্ত চলছে।
আরো পড়ুন

সর্বাধিক পঠিত

এই বিভাগের আরো খবর